Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউটিউব থেকে ৮ বছরের শিশুর আয় ২২০ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বয়স মাত্র আট বছর। কিন্তু এই বয়সেই ইউটিউব থেকে আয়ের ক্ষেত্রে বিশ্বের এক নম্বরে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের শিশু রায়ান কাজি। ২০১৯ সালে তিনি আয় করেছেন ২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি টাকারও বেশি। বুধবার (১৮ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ফোর্বসের তথ্যানুযায়ী, রায়ানস ওয়ার্ল্ড নামের ওই চ্যানেলটি ২০১৫ সালে তার বাবা-মা শুরু করেন। বয়স মাত্র তিন হলেও এই চ্যানেল এরইমধ্যে সাবস্ক্রাইব করেছেন ২২ দশমিক ৯ মিলিয়ন মানুষ। ২০১৮ সালে ২২ মিলিয়ন ডলার আয় করে এই ভিডিও প্ল্যাটফর্মটি থেকে সবচেয়ে বেশি আয় করার খেতাব অর্জন করেছেন।

ওই চ্যানেলটিতে মূলত বিভিন্ন ধরনের খেলনা আনবক্সিংয়ের দৃশ্য ধারণ করে আপলোড করা হয়। চ্যানেলটির বেশ কয়েকটি ভিডিওতে এক বিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। শুরুর পর থেকে চ্যানেলটিতে এখনও পর্যন্ত মোট ভিউ হয়েছে ৩৫ বিলিয়ন। অ্যানালিটিক্স ওয়েবসাইট সোশ্যাল ব্লেড থেকে জানা গেছে এসব তথ্য।

Bootstrap Image Preview