Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে দল পাননি মুশফিক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


আইপিএলে ফ্রাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে বাইরে থেকে যে ২৪জনকে নেয়া হয়েছিল সেই  চূড়ান্ত তালিকায় ছিলেন মুশফিকুর রহীমও। 

কিন্তু  মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যার ফলে অবিক্রীত রয়েছেন বাংলাদেশের অন্যতম ধারবাহিক এ ব্যাটসম্যান। তবে এখনও সময় রয়েছে। নিলামে মুশফিক দল পেতেও পারেন।

আইপিএল নিলামে নিবন্ধন করা ৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে আগেই বাদ পড়েছেন ৪ জন। বাদ পড়াদের মধ্যে রয়েছেন দেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলার তাসকিন আহমেদ।

আইপিএলের আসন্ন আসরের নিলামে সবমিলে নিবন্ধন করা বাংলাদেশের ৯ জন ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Bootstrap Image Preview