Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোতালেব প্লাজায় সারওয়ার আলমের অভিযান, আইফোনসহ নকল মোবাইল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ PM

bdmorning Image Preview


রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে আনা বেশ কিছু আইফোন ও নকল মোবাইল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটা থেকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

র‌্যাব জানায়, একটি চক্র নকল মোবাইলের সরঞ্জাম তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। এসব নকল সরঞ্জামের কারণে যেমন মোবাইলের ক্ষতি হচ্ছে তেমনি ঘটছে দুর্ঘটনা।

এছাড়া কর ফাঁকি দিয়ে মোবাইল আমদানি করায় রাজস্ব হারাচ্ছে সরকার। এ অভিযানে র‌্যাবকে সহায়তা করে বিটিআরসি।

সারওয়ার আলম বলেন, বেশ কিছু মোবাইল সেট পাওয়া গেছে যেগুলো নকল। এছাড়া আরো কিছু মোবাইল পাওয়া গেছে যেগুলো ট্যাক্স ছাড়া নিয়ে আসছে। মোবাইলের ব্যাটারিসহ নকল যার ফলে আমাদের ভোক্তা যারা রয়েছেন তারা এগুলো ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Bootstrap Image Preview