Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে উধাও স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যশোরের মণিরামপুরে এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে স্ত্রী রিলী খাতুন (৩৬) পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী নাসির উদ্দিন। এ ঘটনায় থানায় অভিযোগও দিয়েছেন তিনি।

গত সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে রিলি স্বামী নাসির উদ্দিনের বাড়ি থেকে পালিয়ে যান। অনেক খোজুখুজি করেও তার সন্ধ্যান না পেয়ে স্ত্রী রিলী, শাশুড়ী পাতা বেগম ও শ্যালক হিমেল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন স্বামী।

নাসির ইত্যা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় মাংস ব্যবসায়ী। রিলী তার দ্বিতীয় স্ত্রী।

নাসির অভিযোগ করেন, পাঁচ বছর আগে একই উপজেলার মুড়াগাছা মদনপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে রিলীকে ভালবেসে বিয়ে করেন তিনি। গত রোববার (১৫ ডিসেম্বর) তার দোকানে হালখাতা ছিল। ওই রাতে হালখাতায় আদায় হওয়া টাকার মধ্যে এক লাখ ৭০ হাজার টাকা তিনি স্ত্রী রিলী খাতুনের কাছে রাখেন। পরের দিন সকালে তিনি ইত্যা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। সেই সুযোগে হালখাতার টাকা নিয়ে পালিয়ে যান রিলী খাতুন।

তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে মেয়েকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে আসছিলেন তার শ্বাশুড়ি পাতা বেগম। মায়ের কথা শুনে এরআগেও দুই বার ব্যবসার টাকা নিয়ে রিলী পালিয়েছিলেন।

নাসির বলেন, দুই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বিষয়টি জানিয়েছি। অনেক খোঁজাখুঁজি করে স্ত্রীর কোন সন্ধ্যান মিলাতে না পেরে বুধবার সকালে থানায় অভিযোগ করেছি।

কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, বিষয়টি হরিহরনগর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সাথে আলোচনা করেছি। ওই নারীর সন্ধ্যান মেলানোর চেষ্টা চলছে।

মণিরামপুর থানার এসআই শ্যামল সরকার বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview