শীতের নানা রকম পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। আর সে ঐতিহ্যের ধারাবাহিকতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিঠা উৎসবের আয়োজন করেছে মহিলা আওয়ামী লীগ।
বিজয়ের মাস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আ’লীগ ও পৌরসভা মহিলা আ’লীগের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রাঙ্গণে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় এ পিঠা উৎসবের উদ্বোধন করেন, নোয়াখালী জেলা আ’লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।পিঠা উৎসবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা-পায়েসে সাজানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন রুনু, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি পারভিন আক্তার মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তা প্রমূখ।
উৎসবে আসা অতিথিরা বলেন, এ ধরণের আয়োজনের ফলে পিঠার ঐতিহ্য ধরে রাখা সম্ভব। এই আয়োজনের মধ্য দিয়ে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশিয় ঐতিহ্য-সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া সম্ভব।