Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুসলিম দেশগুলোর প্রযুক্তি তৈরি ও বিকাশে কাজ করতে হবে: মাহাথির মোহাম্মদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview


উন্নত দেশগুলির পাশাপাশি প্রযুক্তিগত অগ্ৰগতিতে এগিয়ে থাকার জন্য মুসলিম দেশগুলিকে অবশ্যই নিজস্ব প্রযুক্তি তৈরি ও বিকাশের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডা মাহথির মোহাম্মদ।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি হলরুমে অনুষ্ঠিত কেএল সামিটের শীর্ষ সম্মেলনের রাউন্ড টেবিল অধিবেশন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই মুহুর্তে মুসলিম বিশ্ব অনেক পিছিয়ে রয়েছে এবং অমুসলিমদের সৃষ্টি প্রযুক্তির উপর নির্ভরশীল। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই জন্য আমাদের দ্বিগুণ পরিশ্রম করতে হবে।

তিনি আরো যোগ করে বলেন, আমরা যদি নিজস্ব প্রযুক্তি তৈরি ও বিকাশ না শুরু করি তবে আমরা চিরকালের জন্য বাকি উন্নত দেশগুলোর সাথে অবস্থান থাকবে। আমাদের এই নিয়ে দ্রুত কাজ করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং এর কোনো বিকল্প নেই। কেএল সামিটের রাউন্ড টেবিল অধিবেশন ও আলোচনায় উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রপতি ডঃ হাসান রুহানি এবং তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েব এরদোগান।

Bootstrap Image Preview