Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিল্লির শাহী ইমাম বললেন, নতুন আইন মুসলিমদের জীবনে কোনও প্রভাব ফেলবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় মুসলিমদের জীবনে কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।একইসঙ্গে এ আইন নিয়ে ভয় না পাওয়ারও অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার শাহী ইমাম বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে পার্থক্য রয়েছে। সিএএ আইনে পরিণত হয়েছে কিন্তু এনআরসি শুধুমাত্র ঘোষিত হয়েছে, আইনে পরিণত হয়নি।

নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এই আইনের কারণে ভারতীয় নাগরিকত্ব পাবে না। ভারতীয় মুসলিমরা যেমন আছেন, তেমন থাকবেন।

সংবাদ সংস্থা এএনআইর পোস্ট করা ওই ভিডিওতে শাহী ইমাম আরও বলেন, প্রতিবাদ ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ আমাদের এটা করা থেকে আটকাতে পারবে না। যদিও এটা গুরুত্বপূর্ণ যে, এটা নিয়ন্ত্রিতভাবে হওয়া উচিত। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এর আগেও বাবরি মসজিদ মামলায় রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছিলেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম।

Bootstrap Image Preview