Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের দলে তারকা ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় লিয়াম প্লাংকেট। নিজেদের অফিসিয়াল ফেসবুকে এই খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। চট্টগ্রাম পর্ব থেকে দলের সাথে যোগ দিয়েছেন প্লাংকেট।

ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের সদস্য ছিলেন ডান-হাতি পেসার প্লাংকেট। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৩ উইকেট শিকারও করেছিলেন প্লাংকেট।
সম্প্রতি আবুধাবিতে টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে ৬ ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি।

এর আগে, বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েছে ২০১৭-১৮ মৌসুমে ৫ ম্যাচে অংশ নিয়ে ১৯ ওভার বল করে ১৫৮ রানে ৭ উইকেট নেন প্লাংকেট।

Bootstrap Image Preview