এ যেন রূপকথার উত্থান। মাসদু’য়েক আগে ঝাড়খন্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিস্ট-‘এ’ দ্বিশতরান করে উঠে এসেছিলেন লাইমলাইটে। আর এবার দেশের কোটিপতি লিগ মুহূর্তে বদলে দিল এক ফুচকাওয়ালা ক্রিকেটারের ভাগ্য। আইপিএলের ত্রয়োদশ সংস্করণে ২ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে বিক্রি হলেন মুম্বইয়ের বাঁ-হাতি টিন-এজ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল।
বছর দু’য়েক আগেও ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। অর্থের টানে উত্তরপ্রদেশ থেকে চলে আসা যশস্বী মুম্বইয়ের রাস্তায় শুরু করেন ফুচকা বিক্রি। হাজার প্রতিকূলতার মধ্যেও ক্রিকেটের প্রতি তাঁর টান ছিল অমোঘ।
মাথা গোঁজার ঠাঁই বলতে মুম্বইয়ের আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাব তাঁবুতে কোনক্রমে দিন গুজরান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী জানিয়েছিলেন, ‘রামলীলার সময় ফুচকা বিক্রি করে ভালোই অর্থ উপার্জন হত। তবে আমি চাইতাম আমার সতীর্থরা যেন আমার কাছে ফুচকা না খেতে আসে। কিন্তু কখনও কখনও তারা আসত কিন্তু আমার ওদেরকে ফুচকা বিলি করতে খুব খারাপ লাগত।’
যাইহোক, যশস্বীর সামনে ২০২০ আইপিএল নিলাম যেন নিয়ে এল নতুন ভোরের আলো। ফুচকাওয়ালা থেকে রয়্যালস পরিবারের নয়া সদস্য হয়ে নজর টানলেন বছর সতেরোর ক্রিকেটার। অবশ্যই ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করা যশস্বীর কাছে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশী ভারতীয় দল।
কিন্তু ২০২০ আইপিএলে রাহানেহীন রাজস্থান রয়্যালসে জোস বাটলারের ওপেনিং পার্টনার হিসেবে যশস্বীকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের এই ক্রিকেটারকে কিনে চমক দিল আইপিএলে প্রথমবারের চ্যাম্পিয়ন।