Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের অপসারণ চান ৪৪ ভাগ মার্কিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ AM

bdmorning Image Preview


প্রতিনিধি পরিষদে ভোটের পর এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চান ৪৪ ভাগ মার্কিনি। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের নতুন জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য।

১১০০ মার্কিনীর ওপর এ জরিপ চালানো হয়। ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন- জরিপে এ দাবির পক্ষে মত দেন ৫৩ শতাংশ; আর ৫১ শতাংশ মনে করেন, প্রেসিডেন্ট কংগ্রেসের কাজে বাধা দেন। তাকে অপসারণে একমত ৪৪ শতাংশ; আর ৪১ শতাংশ মনে করেন অভিশংসিত হওয়ার মতো অপরাধ করেননি ট্রাম্প।

এর আগে দুই অভিযোগে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এ পদক্ষেপকে ডেমোক্রেটদের জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল আখ্যা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকে চরম মিথ্যা বলছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

Bootstrap Image Preview