অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অজি তারকা আগেও নাইটদের হয়ে খেলেছেন। কিন্তু চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি। এবার তাকে রেকর্ড দামে নিল শাহরুখ খানের দল।
কামিন্সকে নিয়ে প্রথমে দর কষাকষি হয় দিল্লি ক্যাপিটালস ও বেঙ্গালোরের মধ্যে। ১০ কোটির পর থেকে দর হাঁকায় কেকেআর। শেষপর্যন্ত ১৫.৫০ কোটিতে কামিন্সকে কেনে কেকেআর। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
এখন পর্যন্ত কামিন্সের দাম আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৬ কোটিতে যুবরাজ সিংকে ২০১৫তে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
কলকাতায় বসা বৃহস্পতিবারের নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকসকে ১.৫ কোটি দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ও কিংস ইলেভন পাঞ্জাবের লড়াইয়ে ম্যাক্সওয়েলের জন্য দর ওঠে ১০ কোটির বেশি। শেষপর্যন্ত ১০ কোটি ৭৫ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব। অজি তারকার ভিত্তি দাম ছিল ২ কোটি।