Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদেশি ক্রিকেটারদের যাওয়া-আসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:২০ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


এবারের বঙ্গবন্ধু বিপিএলে সব দলে খেলছে বিদেশি অনেক বড় বড় ক্রিকেটার। কিন্তু স্থায়ীত্বতা প্রায় সকলেরই দেখা গেছে কম।ইতিমধ্যে চলেও গেছে অনেক বিদেশি,সেটাই ভোগাচ্ছে সব দলকে।

মিডল অর্ডার ব্যাটিং নিয়ে চিন্তিত রংপুর। সেই ঘাটতি পূরণ করতে বিদেশি ক্রিকেটার খুঁজছে তারা। টিম ডিরেক্টর এনায়েত হোসেন সিরিজ জানান, আমরা ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছি। বড়দিন শেষ না হওয়া পর্যন্ত ভালোমানের বিদেশি পাওয়া যাবে না। ক্যামেরন ডেলপোর্ট চলে এসেছে। কাল (আজ) থেকে সে খেলবে। বুধবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এ অলরাউন্ডার। এদিকে, পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ বোনের বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন। ফিরবেন পরের ম্যাচে। ঢাকার থিসারা পেরেরা চট্টগ্রাম পর্ব শেষ করেই দেশে ফিরবেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে।

Bootstrap Image Preview