Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারত সফরের অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই উসমান খাওয়াজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


ভারত সফরের জন্য ঘোষিত ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজা। ২০১৯ সালে ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও বাদ পড়ায় বেশ অবাক হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

চলতি বছর অস্ট্রেলিয়ার হয়ে ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন খাওয়াজা। যেখানে ২ সেঞ্চুরি এবং ৮ হাফ সেঞ্চুরিতে ১০৮৫ রান করেছেন তিনি। এই বছরে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন অ্যারন ফিঞ্চ। ২৩ ম্যাচে ৪ সেঞ্চুরি এবং ৬ হাফ সেঞ্চুরিতে ১১৪১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

গেল অ্যাশেজ সিরিজের দল থেকে বাদ পড়ার পর আর অজি দলে ফেরা হয়নি খাওয়াজার। ঘরোয়া টুর্নামেন্টেও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। তবু দলে ডাক না পাওয়া হজম করতে পারছেন না ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে আমি বাদ পড়ার জন্য প্রস্তুত ছিলাম না। সাধারণত যখন আপনি বাদ পড়বেন, আশায় থাকবেন সুযোগের। আমি যখন অ্যাশেজ থেকে বাদ পড়ি, ভেবেছিলাম এখানে সুযোগ মিলবে। কিন্তু বাদ পড়া সত্যিই প্রত্যাশা করিনি। এটা আমাকে একটু ধাক্কা দিয়েছে।'

'তারা আমাকে আরও রান করতে বলতে পারে না কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা রান সংগ্রাহকদের মধ্যে একজন। এটা হতাশাজনক, আমি হজম করতে পারছি না। এখন থান্ডারের হয়ে খেলতে মুখিয়ে আছি।' যোগ করেন তিনি।

ইংল্যান্ড বিশ্বকাপ দলে থাকা সাতজন ক্রিকেটারকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, নাথান কল্টার নাইলরা অন্যতম।

ভারত সফরের অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, মার্নাস ল্যাবুশেন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। 

Bootstrap Image Preview