Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএল নিলাম থেকে দলে ভেড়ানো বিদেশি ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম। এই নিলামের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বড় অংকের অর্থ দিয়ে অজি ক্রিকেটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি রুপিতে পেসার প্যাট্রিক কামিন্সকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

কলকাতায় অনুষ্ঠিত এই নিলামে দল পেয়েছেন ৬২টি জন ক্রিকেটার। যার মধ্যে ২৯জন বিদেশি ক্রিকেটার। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মোট ৮জন করে বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে। ২৫ জনের স্কোয়াডের কোটা পূরণ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। সবচেয়ে কম ২১জন খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিচে তালিকা দেওয়া সহ:

চেন্নাই সুপার কিংস- 

স্যাম কারান (৫ কোটি ৫০ লাখ), পিযুষ চাওলা (৬ কোটি ৭৫ লাখ), জশ হ্যালেজউড (২ কোটি), শাই কিশোর (২০ লাখ)।

দিল্লি ক্যাপিটালস-  

জেসন রয় (দেড় কোটি), ক্রিস ওকস (দেড় কোটি), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ), শিমরন হেটমায়ার (৭ কোটি ৭৫ লাখ),(মার্কাস স্টয়নিস ৪ কোটি ৮০ লাখ), মোহিত শর্মা (৫০ লাখ), তুষার দেশপান্ডে (২০ লাখ), লালিথ যাদব (২০ লাখ)।

কিংস ইলেভেন পাঞ্জাব-

গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কট্রেল (৮ কোটি), দিপক হুদা (৫০ লাখ), রভি বিশ্নই (২ কোটি), ইশান পোরেল (২০ লাখ), জিমি নিশাম (৫০ লখি), ক্রিস জর্ডান (৩ কোটি), সিমরান সিং (৫৫ লখি), তাজিন্ডার ঢিলন (২০ লাখ)। 

কলকাতা নাইট রাইডার্স- 

ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), বরুন চক্রবর্তী (৪ কোটি), রাহুল ত্রিপাথি (৬০লাখ), এম সিদ্ধার্থ (২০ লাখ), টম ব্যান্টন (১ কোটি), ক্রিস গ্রিন (২০ লাখ), নিখিল নায়েক (২০ লাখ), প্রবীণ তাম্বে (২০ লাখ)।

মুম্বাই ইন্ডিয়ান্স-

ক্রস লিন (২ কোটি), নাথান কল্টারনাইল (৮ কোটি), সৌরভ তিওয়রি (৫০ লাখ), দিকবিজয় দেশমুখ (২০ লাখ), বলওয়ান্ত রায় (২০ লাখ), মোহসিন খান (২০ লাখ)।

রাজস্থান রয়্যালস-

রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেব উনাদকাট (৩ কোটি), ইয়াশভি জেসওয়াল (২ কোটি ৪০ লাখ), কার্তিক তেয়াগি (১ কোটি ৩০ লাখ), অনুজ রাওয়াত (৮০ লাখ), আকাশ সিং (২০ লাখ), ডেভিড মিলার (৭৫ লাখ), টম কারান (১ কোটি), আন্ড্রু টাই (১ কোটি), ওশান থমাস (৫০ লাখ), অশক জোশি (২০ লাখ), আকাশ যোশি (২০ লাখ)।   

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- 

অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস মরিস (১০ কোটি), কেন রিচার্ডসন (৪ কোটি), ডেল স্টেইন (২ কোটি), ইসুরু উদানা (৫০ লাখ), শাবাদ আহমেদ (২০ লাখ), জশুয়া ফিলিপ (২০ লাখ), পবন দেশপান্ডে (২০ লাখ)। 

সানরাইজার্স হায়দরাবাদ-

প্রিয়াম গার্গ (১ কোটি ৯০ লাখ), বিরাট সিং (১ কোটি ৯০ লাখ), মিচেল মার্শ (২ কোটি), ফ্যাবিয়ান অ্যালেন (৫০ লাখ), সন্দ্বীপ বাভানাকা (২০ লাখ), সনজয় যাদব (২০ লাখ), আব্দুল সামাদ (২০ লাখ)। 

 

Bootstrap Image Preview