Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কটরেল 'স্যালুট' ৮.৫ কোটিতে পাঞ্জাবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০১:১২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি পেসার শেলডম কটরেলকে ৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তার ভিত্তি মূল্য ছিল মাত্র ৫০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কটরেলকে নিয়ে নিলাম যুদ্ধ হয় পাঞ্জাবের।

এছাড়া ভারতীয়দের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি বিক্রি হয়েছেন লেগ স্পিনার পিযুস চাওলা। তাকে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএল নিলামের তিন ধাপ গেলেও এখনও কোন ক্রিকেটার দলে ভেড়ায়নি সানরাইজার্স হায়দরাবাদ। 

এর আগে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলের আইপিএল নিলামে গ্লেন ম্যাক্সওয়েল প্রথম ১০ কোটি রুপির কোটা ছাড়ান। তাকে ছাড়িয়ে অজি পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটিতে দলে ভেড়ায় কলকাতা। আইপিএল ইতিহাসে কামিন্স হলেন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার।

এর আগে ভিত্তি মূল্যের চারগুন দামে অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মূল্য ছিল এক কোটি রুপি। বেঙ্গালুরু তাকে দলে নিয়েছে চার কোটি ৪০ লাখ রুপিতে।

তার আগে জেমন রয়কে দেড় কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম নিলামে ভারতের টেস্ট দলের দুই ক্রিকেটার হানুমা বিহারি এবং চেতেশ্বর পূজারা দল পাননি। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগানকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি।

Bootstrap Image Preview