Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঞ্জাবের নেতৃত্ব পেলেন লোকেশ রাহুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ PM

bdmorning Image Preview


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার আইপিএলের নিলাম চলাকালীন বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধাণ কোচ অনিল কুম্বলে।

২০১৮ সালে ১১ কোটি রুপিতে রাহুলকে দলে ভেড়ায় প্রিতি জিনতার দল। সেই মৌসুম থেকে পাঞ্জাবের হয়ে ধারাবাহিক পারফর্ম করে আসছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। 

২০১৮ আইপিএল মৌসুমে ১৪ ম্যাচে ৪১৬ রান এবং ২০১৯ মৌসুমে করেন ৪৩৮ রান। যেখানে ছিল ১২টি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। দুই মৌসুমেই ৪০ ঊর্ধ্ব গড় ছিল এই ডানহাতি ব্যাটসম্যানের।

নভেম্বর আইপিএলের ট্রেডিং চলাকালীন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন পাড়ি জমান দিল্লী ক্যাপিটালসে। যে কারণে অধিনায়ক হিসেবে রাহুলকেই যোগ্য মনে হয়েছে কুম্বলের। 

কুম্বলে বলেন, `আগামী আইপিএল মৌসুমে পাঞ্জাবের নেতৃত্বে থাকবে লোকেশ রাহুল। সে এই বছর অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে এবং অনেক শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখতে চাই সে অধিনায়ক হিসেবে কেমন করে।'

আইপিএল নিলামে দল গোছানোর জন্য ক্রিকেটারদের দলে ভেড়াতে মরিয়া হয়ে ছিল পাঞ্জাব। ১০ কোটি ৭৫ লক্ষ রুপিতে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টেনেছে প্রিতি জিনতার দল। এছাড়া শেলডন কটরেলকে দলে নিতে পাঞ্জাব খরচ করেছে সাড়ে আট কোটি রুপি। 

ইংল্যান্ডের ক্রিস জর্ডানের পেছনে তারা ঢেলেছে ৩ কোটি রুপি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে ৫০ লক্ষ রুপি দিয়ে কিনে নেয় দলটি। পাশাপাশি দেশি ক্রিকেটারদেরকেও দলে ভেড়াতে ভালো অংক খরচ করেছে ২০১৬ আইপিএলের রানার্স আপরা।কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াডঃ

নিলামের আগে- আর্শদ্বীপ সিং, ক্রিস গেইল, দর্শন নালকান্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হারদুস ভিজলিওন, হারপ্রীত ব্রার, জগদীশা সুচিত, করুন নায়ার, লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, নিকোলাস পুরান ও সরফরাজ খান।

গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কট্রেল (৮ কোটি), দিপক হুদা (৫০ লাখ), রভি বিশ্নই (২ কোটি), ইশান পোরেল (২০ লাখ), জিমি নিশাম (৫০ লখি), ক্রিস জর্ডান (৩ কোটি), সিমরান সিং (৫৫ লখি), তাজিন্ডার ঢিলন (২০ লাখ)।

Bootstrap Image Preview