Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল থেকে টেস্টের পেসার খুঁজছেন বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


জাতীয় দলের দুই নির্বাচকই ব্যস্ত সময় পার করছেন বিপিএলের দলের সঙ্গে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টেকনিক্যাল ডিরেক্টর, আর নির্বাচক হাবিবুল বাশার রংপুর রেঞ্জার্সের। বিপিএল দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তারা দু'জনই নির্বাচকের কাজটা ভেতরে ভেতরে চালাচ্ছেন। বুধবার বাশার জানালেন, বিপিএল থেকে তিন-চারজন পেস বোলার খুঁজছেন তারা। যাদের নিয়ে পাকিস্তান সফরের দল সাজাতে চান।

এবাদত হোসেন, আল-আমিন হোসেন ও আবু জায়েদ রাহিকে নিয়ে টেস্ট বোলিং ইউনিট বাংলাদেশের। এই তিনজনের সঙ্গে আরও তিনজন যোগ করা হলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করেন বাশার।

ইন্দোর টেস্ট চলাকালেই টেস্ট দল পুনর্গঠনের কথা বলেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অধিনায়ক মুমিনুল হকও একই দাবি তুলেছিলেন। টিম ম্যানেজমেন্টের এই চাওয়ার প্রতি সমর্থন আছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। কলকাতা টেস্ট চলাকালে ডমিঙ্গো, মুমিনুল ও নান্নুর সঙ্গে এ নিয়ে বৈঠকও হয়েছে বোর্ড সভাপতির।

টেস্ট দল নতুনভাবে সাজাতে নীতিগতভাবে সম্মত হয়েছেন তারা। জানুয়ারিতে পাকিস্তান সফরের দলেই পরিবর্তনের ছোঁয়া দেখা যেতে পারে। বিপিএল থেকে নির্বাচকদের পেস বোলার খোঁজার উদ্যোগ তারই অংশ। বাশার সেটা স্বীকারও করলেন, 'টেস্ট দল নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করা হচ্ছে। ভারতেই পাপন ভাইয়ের সঙ্গে কোচ কথা বলেছেন। নান্নু ভাই সেখানে ছিলেন। সে অনুযায়ী টেস্ট দল নিয়ে আমরা কাজ করছি। আশা করি সামনে ভালো কিছু খেলোয়াড় পাব।'

জাতীয় দলের নতুন কোচিং স্টাফ যোগ দেওয়ার পর দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর জন্য দুটি সিরিজই পরীক্ষা-নিরীক্ষার ছিল। এবার দল গোছানোর দিকে ফোকাস করবেন তিনি। ২০২০ সালের টি২০ বিশ্বকাপের জন্য ভালো একটা টি২০ দল গড়তে চান কোচ। বাশার জানান, দক্ষিণ আফ্রিকায় থাকলেও বিপিএল ফলো করছেন কোচ। ঢাকায় ফিরে স্কোয়াড নিয়ে সমন্বিতভাবে কাজ করবেন তারা।

নিরাপত্তা ছাড়পত্র এবং সরকারের অনুমোদন পেলে আগামী মাসে তিন ম্যাচ টি২০ ও দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল, যেখানে একটি টেস্ট গোলাপি বলে দিবারাত্রির হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে করাচি টেস্ট ম্যাচটি দিবারাত্রির করার প্রস্তাব দিয়ে রেখেছে বিসিবিকে। দ্বিপক্ষীয় এই সিরিজের জন্য ভালো একটা প্রস্তুতির জন্য আগে সফর নিশ্চিত হওয়া জরুরি।

Bootstrap Image Preview