চলতি বিপিএলে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। অন্যদিকে কোনো ম্যাচই জেতেনি রংপুর রেঞ্জার্স। আজ (শুক্রবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে এ দুই দল।
যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহীম। খুলনার আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে নাইম শেখ, মোস্তাফিজুর রহমানদের রংপুর রেঞ্জার্স।
এখনও দুই ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে খুলনা টাইগার্স। রংপুর রেঞ্জার্স হেরেছে নিজেদের খেলা তিন ম্যাচের সব কয়টিতে।
অধরা জয়ের মিশনে তিন দেশি পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন খুলনার লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
খুলনা একাদশ : মুশফিকুর রহীম, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহীদুল ইসলাম।
রংপুর একাদশ : মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, নাদিফ চৌধুরী, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ রাব্বি ও মুকিদুল ইসলাম মুগ্ধ।