চলতি বিপিএলে ঢাকা পর্বে টানা খেলা করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা প্লাটুনের ব্যাটসম্যান তামিম ইকবাল।
গত কয়েক দিন প্রচণ্ড জ্বর থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাঁর জ্বর কিছুটা কমলেও পেটে ব্যথা হয়। তবে এখন আগের থেকে সুস্থ আছেন বলে জানিয়েছেন,ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
কিন্তু তামিম ভক্তদের জন্য দুঃসংবাদ। কারণ চট্টগ্রাম পর্বে তামিম একটি ম্যাচও খেলতে পারবেন না। শুধু যে চট্টগ্রাম পর্বে খেলতে পারবেন না তা কিন্তু নয়, ঢাকা পর্বেও তামিমের খেলা নিয়ে রয়েছে সংশয়।
বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তামিম তিন ম্যাচে ১১০ রান করেছেন। সর্বোচ্চ কুমিল্লার বিপক্ষে ৭৪ রান করেন।