Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রংপুরকে অল্পতেই আটকে রাখল খুলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


রংপুরে রেঞ্জার্সকে নাগালের মধ্যেই আটকে রাখলো দারুণ ফর্মে থাকা খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে মুশফিকুর রহিমের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ১১ রানে ফেরেন আফগান হার্ডহিটার ওপেনার মোহাম্মদ শেহজাদ। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম একপাশ আগলে থাকলেও ক্যামেরন ডেলপোর্ট এবং নাদিফ চৌধুরীদের দাঁড়াতেই দেননি শফিউল ইসলাম। 

৪৯ রানে নাঈম ফিরে যাওয়ার পর লড়াই চালিয়ে যান ফজলে মাহমুদ। ১৯তম ওভারে শফিউলের শিকার হওয়ার আগে তিনি করে যান ৪২ রান। শেষ পর্যন্ত ১৩৭ রানে থামে রংপুর।

বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে দেন শফিউল ইসলাম। মোহাম্মদ আমির শিকার করেন ২টি উইকেট।

স্কোর:
রংপুর রেঞ্জার্স: ১৩৭/৯ (২০)

মোহাম্মদ শেহজাদ ১১ (৭)
মোহাম্মদ নাইম ৪৯ (৩২)
ক্যামেরন ডেলপোর্ট ৪ (৮)
নাদিফ চৌধুরী ০ (৯)
ফজলে মাহমুদ ৪২ (৩৩)
মোহাম্মদ নবী ৪ (৭)
লুইস গ্রেগরি ২২ (২০)
তাসকিন আহমেদ ২ (২)
মোস্তাফিজুর রহমান ০ (১)
আরাফাত সানি ১* (১)

বোলার
মোহাম্মদ আমির ৪-০-২৪-২
রবি ফ্রাইলিঙ্ক ১-০-৯-০
মেহেদী হাসান মিরাজ ৪-০-২৫-০
শফিউল ইসলাম ৪-০-২১-৩
শহিদুল ইসলাম ৩-০-৩২-২
রবিউল হক ৪-০-২৫-০

Bootstrap Image Preview