Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের আমেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের আজ ২১তম সম্মেলন। আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বেশ কদিন থেকেই রাজধানীতে সাজ সাজ রব। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

বিকেল তিনটায় দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। মূল মঞ্চ সাজানো হয়েছে নৌকার আদলে । তার সামনে রয়েছে পদ্মা সেতুর অবয়ব। উদ্যানে বঙ্গবন্ধু পরিবারের শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলের ছবি রয়েছে। সরকারের উন্নয়নের বিভিন্ন কথাও ব্যানার, পোস্টারে উঠে এসেছে। উদ্যানের ভেতরে মাইকে আগত নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিকেল তিনটায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা কর্মীরা সম্মেলনে আসতে শুরু করেছে। নেতাদের মধ্য বিরাজ করছে উৎসবের আমেজ। কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতি হবে আজ। সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা চোখে পড়েছে। পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রত্যেককেই তল্লাশি চৌকি পার হয়ে উদ্যানে ঢুকতে হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশের আগে আগে নিরাপত্তা আরও বাড়ানো হবে।

 

Bootstrap Image Preview