চলতি বিপিএলে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না রংপুর রেঞ্জার্স। এখন পর্যন্ত তাঁরা ৪টি ম্যাচ খেলে এক ম্যাচেও জয়ের দেখা পায়নি।
চট্টগ্রাম পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রংপুর। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবে যায় রেঞ্জার্সের ব্যাটসম্যানরা। মোহাম্মদ নাইম ও ফজলে রাব্বীর ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু ফর্মে থাকা খুলনার বিপক্ষে ১৩৭ রান খুব একটা বেশি ছিলো না।
১৩৮ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে গুরবাজ ও রুশোর ব্যাটিং তাণ্ডবে হেসে খেলে জয় তুলে নেয় খুলনা। চলতি বিপিএলে টানা তৃতীয় জয় পেলো খুলনা।