Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যাংকের ভুলে ৩১৫ কোটি টাকার মালিক নারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা হয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন সামনে বড়দিন। এ উপলক্ষে হয়তো তিনি ব্যাংকের পক্ষ থেকে উপহার পেয়েছেন। কিছুক্ষণ পর তিনি অর্থের পরিমাণ দেখেন। আর তার পরই চোখ কপালে ওঠে তার! তার ব্যাংক অ্যাকউন্টে সামান্য অর্থ নয়, জমা হয়েছিল প্রায় তিন কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকার সমান)।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বালুনের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। অ্যাকাউন্টে এত টাকা দেখে তিনি গোটা ঘটনাটা তার স্বামীকে জানান। পরদিন রুথ বালুনের স্বামী লিগ্যেসি টেক্সাস নামে ওই ব্যাংকটিতে ফোন করে ঘটনার কথা জানান।

রুথের স্বামীর কাছে বিস্তারিত শোনার পর ব্যাংকের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ম্যানুয়াল এন্ট্রি করতে ভুল হওয়াতেই বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়েছে। বিষয়টি সম্পর্কে তারা অবগত ছিলেন না।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রুথ বালুন যদি ভুল না ধরতেন তা হলেও আমাদের হিসাবে বিষয়টা পরে ধরা পড়ত। ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি ব্যাংককে অবহিত করার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Bootstrap Image Preview