Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শৈত্যপ্রবাহের মধ্যেই ভ্যান চালিয়ে দুই শিশুকে নিয়ে ৪ দিনে সম্মেলনে এলেন সিদ্দিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শৈত্যপ্রবাহ আর উত্তরের হিমেল বাতাশ উপেক্ষা করে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে নেত্রকোনা থেকে ঢাকায় এসেছেন সিদ্দিক মিয়া। তবে কোন যান্ত্রিক যানে চেপে নয়। নিজ হাতে বানানো নৌকার আদলে তৈরি ভ্যানগাড়ি চালিয়ে এসেছেন। এই দীর্ঘ পথ পার করতে তার সময় লেগেছে ৪ দিন, ৪ রাত।

শুক্রবার সকালে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তার ২ শিশু সন্তানকে সাদা পাঞ্জাবি ও মুজিব কোট পরিহিত অবস্থায় ভ্যানে বসে থাকতে দেখা যায়।

তারা জানায়, তাদের বাবা ভেতরে গেছেন। তবে কার্ড না থাকায় তারা ঢুকতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার তাদের ইচ্ছের কথা জানায় তারা।

পরিবারের অবস্থা তেমন ভাল নয় সিদ্দিক মিয়ার। নুন আনতে পান্তা ফুরায়। ১০ জনের পরিবারে আছেন স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে। দারিদ্র্যের কষাঘাতে নিত্যদিন নিষ্পেষিত সিদ্দিক মিয়া সংসার সামলাতেই হিমশিম খান। তবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসা থেকেই তিনি আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে যোগ দিতে নেত্রকোনার পূর্বধলার পাইলাটি গ্রাম থেকে রাজধানী ঢাকায় এসেছেন।

Bootstrap Image Preview