Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তর প্রদেশে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশটির উত্তরপ্রদেশে আজ শুক্রবার বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হয়েছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার সকালেও বুলন্দশহর, গোরক্ষপুরসহ ১৩টি জেলায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পরে পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হন।

এদিকে বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা চালু হবে না।

এর আগে বৃহস্পতিবার ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এর আগে গত ১৬ ডিসেম্বর আসামে ৬ জন নিহত হয়েছিলো।

Bootstrap Image Preview