আব্দুর রাজ্জাক চা বিক্রি করেন। বর্তমানে পৌর কাউন্সিলর হয়েও ছাড়েননি নিজ পেশা। চায়ের দোকানে বসেই এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন, তা দূর করার চেষ্টা করেন।
টাঙ্গাইলের মীর্জাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক। তিনি কাউন্সিলর হিসেবে দাফতরিক কাজও চায়ের দোকানে বসে করে থাকেন।
আব্দুর রাজ্জাক বলেন, সকালে অফিসে যাই। এছাড়া অন্যন্য সময় চায়ের দোকানে বসেই কাজ করি। চায়ের দোকানে প্যাড এবং সিল রয়েছে। এখানেই সবাই আমাকে পায়। আর এ কারণেও চায়ের দোকান চালাই।
এদিকে আব্দুর রাজ্জাককে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে এলাকাবাসীও ভীষণ খুশি। এলাকার অনেকেই জানান, আব্দুর রাজ্জাক খুব ভালো মানুষ। অন্যান্য কাউন্সিলেরের বিরুদ্ধ অনেক অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
এলাকার ষাটোর্ধ্ব এক ব্যক্তি জানান, তার কর্মকাণ্ড, আচার-ব্যবহারে আমরা সন্তুষ্ট। তিনি এলাকার উন্নয়নে নিরলস কাজ করছেন। সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সবার খোঁজ-খবর রাখেন।
এদিকে আব্দুর রাজ্জাকের কাউন্সিল হওয়া প্রসঙ্গে তার স্ত্রী জানান, এলাকাবাসীই তাকে কাউন্সিলর নির্বাচন করতে উৎসাহ জুগিয়েছেন। তাদের উৎসাহ-উদ্দীপনার কারণেই তিনি কাউন্সিলর হয়েছেন।