চাপমুক্ত হয়ে খেলার সুযোগ না পাওয়ায় বেশিরভাগ দেশীয় ক্রিকেটাররা পারফর্ম করতে পারছেন না। রংপুর রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি জানিয়েছেন, একটানা ৪-৫ ম্যাচ সুযোগ না পাওয়ায় নিজেদের মেলে ধরতে পারছেন না অনেক ক্রিকেটারই। যে কারণে সুযোগ পেলেই পারফর্ম করার চাপে ভেঙে পড়ছেন তারা।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) রংপুর রেঞ্জার্সের হয়ে খেলছেন ফজলে রাব্বি। কিন্তু দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। আসরে রংপুরের প্রথম ম্যাচে সুযোগ দেয়া হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে। সেই ম্যাচে মাত্র ১ রান করেন তিনি। পরের দুই ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামে রংপুর।
চতুর্থ ম্যাচে সুযোগ পেয়ে ৪২ রানের ইনিংস খেলেন ফজলে রাব্বি। তাঁর বিশ্বাস, বাদ পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পেলে যেকোনো ক্রিকেটারই ভালো করবে। শুক্রবার (২০ ডিসেম্বর) ম্যাচ শেষ তিনি বলেন, 'আজকে ৪০ ঊর্ধ্ব, কিন্তু একটা ম্যাচ খারাপ খেললে বাদ পড়ে যেতে পারি এই একটা দুশ্চিন্তা কাজ করে। পাইপ লাইনের বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে। পাইপ লাইনের বাইরের ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যে খেলার সুযোগ নেই। ৪-৫টা ম্যাচ একবারে খেলার সুযোগ পায় না তারা। আমাদের একটা বাড়তি চাপ নিয়েই সব সময় খেলতে হয়।'
শুধু তাই নয়, নিজের ব্যাটিং পজিশনেও সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। নিজের উদাহরণ টেনেই ফজলে রাব্বি জানালেন, টপ অর্ডার ব্যাটসম্যান হয়েও রংপুরে মিডল অর্ডারের দায়িত্ব পালন করছেন তিনি। এতে সঠিকভাবে নিজের সামর্থ্য দেখাতে পারছেন তিনি। রাব্বি বলেন, 'আমাদের যেই জায়গায় সুযোগ পাওয়ার কথা সেখানে পাচ্ছি না। আমি যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান তো আমি আমার জায়গাটা পাচ্ছি না।