Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করাচীতে আফ্রিদি-আব্বাসদের রাজত্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:১১ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:১১ AM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার বিপক্ষে করাচী টেস্টের দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক পাকিস্তান। দিমুথ করুনারত্নের দলের চেয়ে মাত্র ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়  দিনের খেলা শেষ করেছে তারা। হাতে আছে এখনও ১০ উইকেট। 

এদিন ৩ উইকেটে ৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। এরপরের গল্পটি শুধুই পাকিস্তান পেসারদের। আরো সুনির্দিষ্ট করে বলতে হলে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আব্বাসের। কেননা এই দুই পেসারের দারুণ বোলিংয়ের সামনে মাত্র ২৭১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

মাত্র ৭৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে লঙ্কান শিবিরে ধ্বস নামান বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ৫৫ রানে ৪ উইকেট নিয়ে আফ্রিদিকে যোগ্য সঙ্গ দেন ২৯ বছর বয়সী পেসার মোহাম্মদ আব্বাস। পাকিস্তান পেসারদের বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে দিলরুয়ান পেরেরার ব্যাট থেকে।  

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার দুই ওপেনার শান মাসুদ এবং আবিদ আলী শুভ সূচনা এনে দেন পাকিস্তানকে। দুই ব্যাটসম্যানের ব্যাটে বিনা উইকেটে ৫৭ রান নিয়ে খেলা শেষ করে আজহার আলীর দল। মাসুদ ২১ এবং আবিদ ৩২ রানে অপরাজিত আছেন। 

এর আগে ম্যাচটির শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার। পরবর্তীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লাহিরু কুমারা এবং লাসিথ এম্বুলদেনিয়ার বোলিং তোপে মাত্র ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ৪টি করে উইকেট নেন কুমারা ও এম্বুলদেনিয়া। এছাড়া বিশ্ব ফার্নান্দো নেন ২টি উইকেট। 

লঙ্কান বোলারদের তাণ্ডবের মাঝেও দারুণ ব্যাট করেছেন আসাদ শফিক এবং বাবর আজম। উভয়ই পেয়েছেন হাফ সেঞ্চুরি। আবিদ আলীর ব্যাট থেকে এসেছে ৩৮ রান। বাকি ব্যাটসম্যানদের আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।  

Bootstrap Image Preview