Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের পেসারদের প্রশংসা করলেন হগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে স্থানীয় পেসারদের পারফরমেন্সের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ব্র্যাড হগ। এবারের ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের এসেছেন তিনি। বিপিএলে বাংলাদেশ পেসারদের পারফরমেন্স মন কেড়েছে হগের।

তিনি বলেন, ‘বিপিএলের মাধ্যমে ভালো মানের পেসার খুঁজে পেতে পারে বাংলাদেশ। এখন পর্যন্ত অনেককেই দেখলাম ১৩৫ থেকে ১৪০ কিলোমিটারে বল করতে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ভালো মানের ও মেধাবি বোলার খুঁজে পেতে সুবিধা হবে বাংলাদেশের।’

বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে হগের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে সিলেট রয়্যালসের জার্সিতে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচ খেলে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন হগ। ঐ আসরে তার দলও ভালো পারফরমেন্স করতে পারেনি। ১০ ম্যাচে মাত্র ২টিতে জয়ের স্বাদ পায়। ঐ স্মৃতি রোমন্থন করে হগ বলেন, ‘এখানে আবারো ফিরে এসে ভালো লাগছে। এর আগে সিলেটের হয়ে খেলতে এসেছিলাম। এবার ধারাভাষ্যকর হিসেবে।’

১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ৭টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৫টি টি-২০ ম্যাচ খেলেন তিনি। এ সময় যাদের সাথে খেলেছেন তাদের সহায়তার জন্য ধন্যবাদ দেন হগ, ‘ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। এ সময় আমাকে অনেকেই সহায়তা করেছেন। স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, মার্ক টেইলর ও মাইকেল ক্লার্কের মত খেলোয়াড়দের সাথে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

বাঁ-হাতি লেগ স্পিনার হগ, তার পছন্দের অস্ট্রেলিয়ার সেরা বোলারের নামও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার মতে, অস্ট্রেলিয়ার সেরা দুই বোলার হলো শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। জেসন গিলেস্পির রেকর্ডও ভালো ছিলো। তাদের সঙ্গ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। উইকেটরক্ষক হিসেবে এডাম গিলক্রিস্ট, উইকেটরক্ষকের অবস্থান/সংজ্ঞটাই বদলে দিয়েছেন।’

Bootstrap Image Preview