বঙ্গবন্ধু বিপিএলে শুরু থেকেই দর্শক খরা নিয়ে দুশ্চিন্তা ছিল আয়োজকদের। ঢাকায় আশানুরূপ দর্শক হয়নি। চট্টগ্রামে এসে বিপিএল দর্শক টানতে সক্ষম হবে বলে ধারণা ছিল অনেকের। কারণ চট্টগ্রামবাসী বরাবরই ক্রিকেট অন্তপ্রাণ। কিন্তু প্রথম দু’দিন চট্টগ্রামেও ছিল দর্শক খরা। তবে শুক্রবার ছুটির দিনে ঘুচেছে সেই আক্ষেপ।
একে তো ছুটির দিন, তার ওপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ। যেন মিলে গেল ব্যাটে-বলে। দুপুর থেকেই দল বেঁধে সাগরপাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
আসতে থাকে দর্শক। সন্ধ্যায় কানায় কানায় ভরে যায় ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম। চট্টগ্রাম-কুমিল্লা ম্যাচ যখন শুরু হয়, পুরো গ্যালারি তখন উৎসবমুখর। যেন প্রাণ ফিরে পেল বিপিএল।