Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিজ নির্ধারণী ম্যাচে অভিষেক হতে পারে সাইনির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০২:০৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview


কটকে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক ভারত। রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে এই ম্যাচটি।

সিরিজে বর্তমানে ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডে ম্যাচটি অলিখিত সিরিজ নির্ধারণী ম্যাচ। চেন্নাইতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আট উইকেটে জিতে ক্যারিবিয়ানরা।

সেই ম্যাচে মিডল অর্ডারের নৈপুণ্যে স্কোরবোর্ডে ২৮৭ রান তুলে ভারত। জবাবে শাই হোপ এবং শিমরন হেটমিয়ারের জোড়া সেঞ্চুরিতে ১৩ বল হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। সঙ্গে মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও দাপট দেখান।

দলে ৩৮৭ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জবাবে শাই হোপ এবং নিকোলাস পুরানরা চেষ্টা করলেও ভারতের রানের পাহাড় টপকাতে পারেননি। হ্যাটট্রিক তুলে নেন ভারতের স্পিনার কুলদিপ যাদব। ম্যাচটি ক্যারিবিয়ানরা হারে ১০৭ রানের বড় ব্যবধানে।

ওয়ানডে সিরিজের আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ভারত।

এদিকে এই ম্যাচে ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে আছেন ভারতের পেসার নবদ্বীপ সাইনি। দীপক চাহারের ইনজুরির কারণে স্কোয়াডে ডাকা হয়েছে ডানহাতি এই পেসারকে।

বিশাখাপত্তমে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় কোমরের নিচের অংশে ব্যথা পান চাহার। তাঁর বদলে স্কোয়াডে ডাক পাওয়া ২৭ বছর বয়সী সাইনি ভারতের পোশাকে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। পাঁচ টি-টোয়েন্টিতে ৮.০৫ ইকোনমি রেটে তাঁর শিকার ছয় উইকেট।

সম্ভাব্য একাদশঃ

ভারতঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াশ আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, নবদ্বীপ সাইনি, মোহাম্মদ শামি, শার্দূল ঠাকুর ও কুলদিপ যাদব।

ওয়েস্ট ইন্ডিজঃ এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমিয়ার, রস্টন চেজ, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, কিমো পল, আরজারি জোসেফ, খারি পিরে ও শেলডন কটরেল।
 

Bootstrap Image Preview