Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্রাবিড় পু্ত্রের ডাবল সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০২:২২ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে দ্রাবিড় পুত্র সামিতেরও। ইতোমধ্যে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ১৪ বছর বয়সী সামিত। অনূর্ধ্ব-১৪ রাজ্য পর্যায়ের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এর আগেও ব্যাট হাতে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের সামর্থ্য দেখান দ্রাবিড়ের ছেলে। এবার করেছেন ডাবল সেঞ্চুরি! অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে খেলছেন সামিত।

সেখানে ধানবাদ জোনের বিপক্ষে ২০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ২৫৬ বলের ইনিংসটি সামিত সাজিয়েছে ২২ বাউন্ডারিতে।

দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছিল দ্রাবিড় পুত্রের ব্যাট। ম্যাচটি ড্র না হলে আরেকটি সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনা ছিল তাঁর। আগ্রাসী ব্যাটিংয়ে সামিত দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৯৪ রানে।

সব মিলিয়ে ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৫ রান। শুধু যে ব্যাটিং হাতেই নয়, বোলিংয়েও নিজের সামর্থ্য দেখিয়েছেন ১৪ বছর বয়সী সামিত। ম্যাচে ৩ উইকেট নেন তিনি।

২০১৫ সালে অনূর্ধ্ব-১২ পর্যায়ের ক্রিকেট দিয়ে প্রথমবারের মতো সকলের নজরে এসেছিলেন দ্রাবিড়ের ছেলে। বেঙ্গালুরুতে তাঁর স্কুল মালেয়া অদিতি ইন্টারন্যাশনালের হয়ে ম্যাচ জেতানো তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।

এরপর ২০১৬ সালে ফ্রাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলে আবারও শিরোনামে আসেন দ্রাবিড় পুত্র। এবার এসেছেন ডাবল সেঞ্চুরি করে

Bootstrap Image Preview