চলতি বিপিএলে ঢাকা পর্বে টানা খেলা করার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ঢাকা প্লাটুনের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।
যার জন্য ঘরের মাঠ চট্টগ্রাম পর্বে রয়েছেন বিশ্রামে।প্রথমে ধারণা করা হচ্ছিল চট্টগ্রাম পর্বে বাঁ-হাতি এই ব্যাটসম্যান কোন ম্যাচই খেলতে পারবেন না।
কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা গিয়েছে, আজ চট্টগ্রাম আসছেন তামিম। আগামীকাল হয়তো দলের সাথে যোগ দিবেন। এরপর তিনি যদি নিজেকে ফিট মনে করেন তাহলে আগামী ২৩ তারিখ কুমিল্লার বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
তামিমের প্রসঙ্গে ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন জানিয়েছেন, "আজ দলের সঙ্গে যোগ দিচ্ছে তামিম, কিছুটা শারীরিক দুর্বলতা আছে, সেরে উঠবে আশা রাখি, চট্টগ্রাম পর্বে ক্রিকেট খেলার মতো ফিট থাকলে ও খেলতে নামবে।'
বিপিএলে তামিম এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। তিন ম্যাচে তাঁর মোট রান ১১০। সর্বোচ্চ কুমিল্ললার বিপক্ষে ৭৪ রান করেন।