বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে পাঁচ উইকেটে ২৩২ রান করেছে সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনার আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি এবং জনসন চার্লসের ৯০ রানের বিধ্বংসী দুটি ইনিংসে এই সংগ্রহ পায় সিলেট।
এটাই বিপিএল ইতিহাসের চতুর্থ দলীয় সর্বোচ্চ সংগ্রহ। একইসাথে চলতি আসরে এটা দ্বিতীয় দলীয় সর্বোচ্চ সংগ্রহ। টসে হেরে ব্যাটিং করতে নামে সিলেট। প্রথম ওভারেই ফিরে যান সিলেটের ওপেনার আব্দুল মজিদ (২)। রবি ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন চার্লস।
মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পান চার্লস। চার্লস বিদায় নেয়ার পর দ্রুত বিদায় নেন মোহাম্মদ মিঠুন। তারপরেও তাণ্ডব চালিয়ে যান ফ্লেচার। ইনিংসের ১৯তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার। শেষ পর্যন্ত ৫৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন ফ্লেচার। ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কার মার।