Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বকেয়া বেতনের দাবিতে উত্তরায় রাস্তা আটকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে পোশাক শ্রমিকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন।

শনিবার সকাল ১১টা থেকে শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় পাঁচ ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ জানিয়েছে, উত্তরা দক্ষিণখানের আটিপাড়া এলাকার ‘টপ জিন্স’ নামের একটি পোশাক কারখানার প্রায় চারশ শ্রমিক সকালে রাস্তায় নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার শচীন মৌলিক বেলা পৌনে তিনটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টায় তারা (শ্রমিকরা) আবদুল্লাহপুর এলাকায় পলওয়েল মার্কটের সামনে অবস্থান নেয়।

“পোশাক তৈরির এই কারখানার প্রায় চারশ শ্রমিকের অবস্থানের কারণে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।”

বিকাল পৌনে চারটার দিক শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “আমরা মালিকপক্ষের সঙ্গে তাদের সমন্বয় করিয়ে দিয়েছি। দুই পক্ষ বৈঠকে বসেছে। এখন তারাই বিষয়টি সমাধান করবে।”

 

Bootstrap Image Preview