রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে এই বিস্ফোরণ হয়।
জানা গেছে, হেলমেট পরা দু’জন মোটরসাইকেল আরোহী এই বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেননি। আর ককটেল বিস্ফোরণে কোন আহতও খবর পাওয়া যায়নি।