Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরির মামলায়  স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাইন উদ্দিন মাসুম (৩৯), উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সেলিম মানিকের ছোট ভাই ও একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের একাংশের সাবেক সহ-সভাপতি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমতলী থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই এলাকার বানু বেগম নামের এক মহিলার দেড় মাস পূর্বে প্রায় ৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয় । ওই গরু চুরির অপরাধে মাসুমকে অভিযুক্ত করে বানু থানায় মামলা দায়ের করেন ।

এ ঘটনার পর থেকে মাঈন উদ্দিন মাসুম এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview