Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে আইপিএল নিয়ে মুখ খুললেন মুশফিক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফ্রাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে বাইরে থেকে যে ২৪জনকে নেয়া হয়েছিল সেই  চূড়ান্ত তালিকায় ছিলেন মুশফিকুর রহিম। 

কিন্তু শেষ পর্যন্ত মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কেন? কোন এক  ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই তো নিলামে নাম দিয়েছিলেন মুশি। এমন খবরই অনেক গণমাধ্যমই করেছিলো।

অবশেষে আইপিএল প্রসঙ্গে চট্টগ্রামে সিলেট থান্ডার্সের বিপক্ষে ম্যাচ হারের পর গণমাধ্যমকে বলেন, সত্যি বলতে আমি প্রথমে অবশ্যই যাইনি। আমি জানি যে, নিবেই না। এজন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। তারপর তারা যখন অনুরোধ করেছে তখন দেখলাম কোনও একটা সুযোগ থাকতে পারে। হয় নাই। এটা আমার হাতে নাই। আমাদের হাতে হচ্ছে যত ধারাবাহিক হতে পারি আমরা বাংলাদেশের ক্রিকেটাররা। এটা হলে হবে, না হলে নাই। এটা আমার কাছে খুব একটা ব্যাপার না। বাংলাদেশের হয়ে খেলার চাইতে গর্ব করার মতো কিছু হতে পারে না। আমি এটা কখনোই মাথা ব্যাথা করি নাই। তবে একটা আশা ছিল। কিন্তু লাইফ মুভস অন। এখন বিপিএলে খেলা, তো বিপিএলে আমি নজর দিতে চাই।'

ভবিষ্যতে আইপিএলে নাম দেবেন কি না জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, আমি খুব বেশি ওরকম করে জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি যে কারা হয়তো আগ্রহী আমার ব্যাপারে। তো ওভাবেই জানি। এর ভিতরে বা বাইরে আর কোনোভাবে জানি না।
 

Bootstrap Image Preview