Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেনে দাড়ি ছিঁড়ে নেব, সাংবাদিককে লখনৌ পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের নাগরিকত্ব সংশ‌োধনী আইনের প্রতিবাদে লখনৌতে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মদদ দেওয়ার অভিযোগে পুলিশের হাতে হয়রানির শিকার হলেন ভারতীয় দৈনিক দ্য হিন্দুর একজন সাংবাদিক।

সাদা পোশাকে ঢুকে অবান্তর প্রশ্ন করার পর রেস্তোরাঁ থেকে পুলিশ তুলে নিয়ে যায় ‘দ্য হিন্দু’ পত্রিকার লখনৌর প্রতিবেদক ওমর রশিদ ও তার এক বন্ধুকে। তার পর দুই ঘণ্টা ধরে তাদের আটকে রাখা হয় পুলিশ স্টেশনে।

ওমর জানান, আমাকে থানায় নিয়ে নানা রকমের হুমকি দেওয়া হয়। বলা হয়, টেনে দাড়ি ছিঁড়ে নেব। আমার বন্ধুকে পেটানো হয়। বেশ কিছুক্ষণ হেনস্থা করার পর আমাকে ছেড়ে দেয় পুলিশ।

ওমর আরো জানান, একটি খবরের জন্য তিনি আর তার বন্ধু গিয়েছিলেন ওই রেস্তোরাঁয়। ওমর তার বন্ধুর মোবাইলের ওয়াইফাই সংযোগ ব্যবহার করছিলেন তার কাজের জন্য। সেই সময় সাদা পোশাকে তিন-চার জন রেস্তোরাঁয় ঢুকে তাদের টেবিলের কাছে চলে আসেন।

তিনি আরো বলেন, এর পরেই তারা নানা অবান্তর প্রশ্ন করতে শুরু করেন আমার বন্ধুকে। তারা আমার ও আমার বন্ধুর কাছে তাদের পরিচিতি জানতে চান। কেন আমরা রেস্তোরাঁয় বসে আছি, জানতে চান। তার পর আমাকে ও আমার বন্ধুকে তারা টেনে নিয়ে গিয়ে রেস্তোরাঁর বাইরে দাঁড় করানো পুলিশের একটি জিপে তোলেন। আমি পরিচিতি জানালেও রেহাই মেলেনি।

ওমরের কথায়, ওরা আমাদের থানায় নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রাখল। ওরা আমার মোবাইলসহ আর যা কিছু সঙ্গে ছিল, সবই কেড়ে নিল। বেধড়ক মারধর করল আমার বন্ধুকে। নানা রকমভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে ওরা আমাদের বলল, লখনৌর হিংসার ঘটনার চক্রান্তে নাকি আমরা জড়িত। কাশ্মীরিদের সঙ্গে আমার যোগাযোগ কতটা, ওরাও লখনৌর ঘটনায় জড়িত ছিল কি না, সেই সব জানতে চাইল আমাদের কাছে। ওরা বার বার বলছিল, আমার বিরুদ্ধে ওদের কাছে নথিপত্র আছে। তার পর আমাকে গালিগালাজ করা শুরু করল অকথ্য ভাষায়। বলা হলো, টেনে আমার দাড়ি ছিঁড়ে দেওয়া হবে।

ওই ঘটনার খবর পেয়ে দ্য হিন্দুর পক্ষ থেকে ফোন যায় উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহের কাছে। ফোন যায় মুখ্যমন্ত্রীর সচিবালয়েও। তার পরই ওমরকে ছেড়ে দেয় পুলিশ।

Bootstrap Image Preview