Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকান হওয়ায় কিশোরীকে ইচ্ছা করে গাড়ি চাপা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


১৪ বছরের এক কিশোরীকে ইচ্ছা করে গাড়ি চাপা দিয়েছে নিকোল মেরি পুল পোল ফ্র্যাঙ্কলিন (৪২) নামের এক মার্কিন নারী। ৯ ডিসেম্বর সন্ধ্যায় ডেস ময়েন্সের নিকটে স্থানীয় একটি স্কুলে যাওয়ার সময় ফুটপাতে কিশোরীকে আঘাত করে ওই নারী।তবে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়ার একটি নিদর্শন হিসেবে এই ঘটনাকে দেখছে বিশেষজ্ঞরা।

দেশটির পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, কিশোরীকে দেখতে মেক্সিকান মনে হওয়ায় তিনি ইচ্ছা করেই গাড়ি চাপা দেন।

বিবিসি জানায়, স্কুল থেকে ফিরছিলেন ১৪ বছরের এই কিশোরী। হঠাৎ করেই একটি ফুটপাতে কিশোরকে গাড়ি চাপা দেয় ওই নারী। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে কিশোরীটি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এই ঘটনাটি দুর্ঘটনা নয়, একটি উদ্দেশ্যমূলক কাজ। এছাড়া বৃহস্পতিবার এক বিবৃতিতে হত্যার চেষ্টা করার অভিযোগের কথা জানিয়েছে ক্লাইভ পুলিশ। হত্যার চেষ্টার ঘটনায় তাকে ১ মিলিয়ন ডলার জারিমানা করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সম্ভাবনা রয়েছে।

 

Bootstrap Image Preview