Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খবর প্রচারে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করলো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত ১২ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হওয়ার পর থেকেই ভারত জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। এসব বিক্ষোভে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। অনেকে নিহতও হয়েছে। কয়েকটি স্থানে ইন্টারনেট বন্ধ করে দেয়ার পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করেছে ভারত সরকার।

শুক্রবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে। এতে সহিংসতায় উসকানি হতে পারে বা দেশবিরোধী আবেগ উৎসাহ পেতে পারে এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দশ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো এই ধরণের নোটিশ জারি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জারি করা নোটিশে বলা হয়েছে, সব টেলিভিশন চ্যানেলের উচিত সহিংসতায় উসকানি দিতে পারে বা আইনশৃঙ্খলাবিরোধী বা দেশবিরোধী আবেগ উৎসাহ পায় এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকা। এছাড়া দেশের সংহতি, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হতে পারে এমন কোনো কিছু প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে ওই নোটিশে।

 

Bootstrap Image Preview