ভারতের সংবাদমাধ্যমগুলোকে দেশবিরোধী মনোভাবকে উস্কে দেয় এমন খবর প্রকাশে হুঁশিয়ারি দিয়েছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এর মধ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ হলো।
এ বিষয়ে শনিবার (২১ ডিসেম্বর) ‘এনডিটিভি’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে যায় এমন কোনো সংবাদ যাতে প্রকাশ করা না হয় সে ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। প্রয়োজনে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, টিভি চ্যানেলগুলোকে এমন বিষয়বস্তু প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে, যা মানুষকে সহিংসতায় প্ররোচিত করতে পারে বা আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের বিরুদ্ধে পদক্ষেপে উস্কানি দিতে পারে।
এ দিকে বিশ্লেষকরা বলছেন, এই নির্দেশনার মাধ্যমে ভারতীয় গণমাধ্যমগুলোর স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পথ বন্ধ করে দিল সরকার। এই ধরনের নিষেধাজ্ঞা সঠিক তথ্য সরবরাহ ও প্রাপ্তির পথে অন্তরায়।