ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদের এক পুলিশ সদস্যের জীবন বেঁচেছে বুকপকেটে থাকা কয়েনের কল্যাণে।
শুক্রবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নামা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় একটি গুলি তার ‘বুলেটপ্রুফ’ ভেস্ট ভেদ করে পকেটের সোজা চলে আসে।
পকেটে কয়েন থাকায় কোনো ক্ষতি হয়নি ২৪ বছর বয়সী বিজেন্দ্র কুমারের। তিনি এখন ‘দ্বিতীয় জন্ম’ উদ্যাপনে আত্মহারা।
আন্দোলনকারীরা ছয়টি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের দিকে পাথর ছোড়ে। ওই সময় পুলিশ গুলি চালালে একজন মারা যান। বিজেন্দ্রসহ আহত হন ৩০ জন।
পুলিশ যখন গুলি চালায়, তখন বিজেন্দ্র আন্দোলনকারীদের দিক থেকে সরে আসছিলেন। এ সময় তার বুকের ঠিক বাদিকে গুলি লাগে।
ভেস্ট ভেদ করে পকেটের কাছে যেতে যেতে গুলি কিছুটা বেগ হারায়। পকেটে ছিল আবার মানিব্যাগ, ভেতরে কয়েন। যার কারণে গুলি আর শরীরে ঢুকতে পারেনি। পরিণামে বিজেন্দ্র বেঁচে যান ‘নিশ্চিত মৃত্যুর’ হাত থেকে।