Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাস ভেগাসে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় সময় শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, তিনতলা অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগার পর অনেক বাসিন্দা জানালা ধরে ঝুলছিলেন। কয়েকজন ভবন থেকে লাফিয়ে পড়েন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

অ্যালপাইন মোটেল অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। কী কারণে ওই আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে স্টোভ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে তারা প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলে ধারণা করছে। তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ থেকে ৩৫ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

লাস ভেগাস ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মুখপাত্র টিমোথি জিম্যানস্কি বলেন, ভবনের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে- অ্যালপাইন মোটেলে কোনও হিটিং সিস্টেম নেই। তাই বসবাসকারীদের অনেকে প্রায় সময় শীত থেকে বাঁচতে স্টোভ জ্বালিয়ে রেখে ঘর গরম করেন।

এদিকে ঘটনার সময় ভবনটিতে প্রায় ৭০ জন বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন ভবনটির ম্যানেজার।

Bootstrap Image Preview