ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দু'দল। কাট্টাকে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। দুই ম্যাচ শেষে সিরিজ ১-১'এ সমতায় থাকায়, শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
কাট্টাকে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। চেন্নাই ও বিশাখাপত্তমে বিরাট কোহলি রান না পেলেও ফর্মে আছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশাভ পন্ত ও শ্রেয়াস আইয়াররা। ওয়েস্ট ইন্ডিজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের ব্যাটিং লাইনআপ। এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে ক্যারিবীয়রা। তবে, টিম ইন্ডিয়ার একাদশে একটি পরিবর্তন আসতে পারে। চাহালের পরিবর্তে ফিরতে পারেন শারদুল ঠাকুর।
কাট্টাকে সবশেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিলো তিন বছর আগে। সে ম্যাচে সাড়ে তিনশ'র বেশি রান করেছিলো ভারত-ইংল্যান্ড দু'দলই। এবারও হাইস্কোরিং একটি ম্যাচই প্রত্যাশা করছেন সমর্থকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১২ অভারে ৪৯ রান। লুইস ২০ ও হোপ ২৮ রানে অপরাজিত আছে।