Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তারকা প্লেয়ারদের জন্য পেছাতে পারে এবারের আইপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


২০২০ সালের ২৮ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসরের শুরুর দিকে নাও দেখা যেতে পারে প্যাট কামিন্স, বেন স্টোকস এবং কেন উইলিয়ামসনদের মতো তারকাদের। এ কারণে আইপিএল শুরুর তারিখ পেছাতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কোনো একটি ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা ভারতের মিডিয়ার কাছে বলেছে, 'অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২৯ মার্চ। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সিরিজ শেষ হবে ৩১ মার্চ। এমন অবস্থায় আইপিএল আপনাকে শুরু করতে হবে বড় তারকাদের ছাড়াই।

এটা কোনো আনন্দের খবর না। আমরা যদি পহেলা এপ্রিল থেকে আইপিএল শুরু করি, তাহলে অনেক সমস্যা নিরসন সম্ভব। আইপিএল গভর্নিং কাউন্সিল বিষয়টি তদারক করে ভালো কোনো সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।'

আইপিএল শুরুর দিকে এই দুটি সিরিজ চলায় ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজেলউড, জনি বেয়ারস্টো, ইয়ন মরগানদের মতো তারকাদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আরেকটি ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা বলেন, 'কেউ শুরুতে পিছিয়ে পড়তে চায় না। বর্তমানে যে সূচি তাতে ৪-৫টি দল ক্ষতিগ্রস্ত হতে পারে সহজেই। বাকি দলগুলো শুরুতে জিতে মোমেন্টাম পেয়ে যেতে পারে।'

Bootstrap Image Preview