Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢামেক হাসপাতালে নুরসহ ৬ জন, আইসিইউতে ফারাবী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাকি ২৮ জনকে চিকিৎসা শেষে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ভিপি নুরুল হক নুরু ছাড়া ঢামেকে ভর্তি পাঁচজন হলেন- আমিনুল হক, সোহেল, নাজমুল, ফারাবী ও নাজমুল হক। তাদের মধ্যে ফারাবীকে আইসিইউতে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ৩৪ জন এসেছে। তাদের মধ্যে নুরুসহ ছয়জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার হাতে, পায়ে বা মাথায় আঘাত রয়েছে।

তিনি আরও বলেন, তাদের এক্স-রে, সিটি স্ক্যান করা হয়েছে। তাদের অবস্থা তেমন গুরুতর নয়। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চিকিৎসা দেয়া হচ্ছে।

রবিবার দুপুর পৌনে ১টার দিকে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায়মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন।

Bootstrap Image Preview