পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু এই সিরিজের শুরুতেই ভেন্যু নিয়ে শুরু হয়েছে ঝামেলা। বিসিবি চাওয়া শুধু টি-টোয়েন্টি সিরিজ হোক পাকিস্তানে। টেস্ট সিরিজ হোক ভিন্ন ভেন্যুতে। তবে বাংলাদেশের এমন প্রস্তাব মেনে নিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, নিরপক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে না বাবর আজম-আজহার আলীরা। এমনকি বিসিবির কাছে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার কারণ জানতে চেয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘এহসান মানি বাংলাদেশের কাছে পাকিস্তান সফরে টেস্ট খেলতে না চাওয়ার যৌক্তিক কারণ জানতে চেয়েছেন। তিনি বিসিবির কাছে পরিষ্কারভাবে জানতে চেয়েছেন, কেন পাকিস্তান টেস্ট খেলার জন্য নিরাপদ নয়। কারণ হিসেবে বিসিবি যা বলেছে, সেটাকে যথেষ্ট মনে হয়নি এহসান মানির কাছে।’
উল্লেখ্য, ২১ জানুয়ারি পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। তবে কোচিং স্টাফদের মধ্যে কারা যাচ্ছেন, সেটা নিশ্চিত নয়।