Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অভ্যন্তরীণ উত্তাপের মধ্যেই পাক-ভারত সীমান্ত রেখায় টানাপোড়েন দেখা দিয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাক বাহিনীর পাল্টা হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এ দাবি করেছেন। খবর জিয়ো নিউজের।

তিনি জানান, পাক বাহিনীর পাল্টা হামলায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত ও বেশ কিছু পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ খবরের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

শনিবার গভীর রাতে সেনাবাহিনীর পাল্টা হামলা নিয়ে এক টুইটার পোস্টে জেনারেল আসিফ গফুর বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী অবিরাম যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর সমুচিত জবাব দেয়া হয়েছে। দেউয়া সেক্টরে সিএফভির জবাবে চালানো অভিযানে ভারতীয় পোস্টের বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক ভারতীয় সেনা হতাহত হয়েছেন।

ওই টুইটে জেনারেল আসিফ গফুর আরও দাবি করেন, কিরণ অথবা নীলাম উপত্যকায় কোনো বড় ধরনের গুলি বিনিময় হয় নি বলে ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে যা নিতান্তই অপপ্রচার।

গত আগস্ট মাসে দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা' তুলে নেয়ার পর থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটেছে এবং সীমান্তরেখা বরাবর গোলাগুলি বর্ষণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি গত মাসে সংসদে বলেছেন, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সীমান্তরেখায় ৯৫০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview