বুকপকেটে রাখা মানিব্যাগের কয়েন ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদের এক পুলিশ সদস্যের জীবন বাঁচিয়েছে। শনিবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় একটি গুলি তার ‘বুলেটপ্রুফ’ ভেস্ট ভেদ করে সোজা চলে আসে বুকে। কিন্তু বুকপকেটে কয়েন থাকায় কোনো ক্ষতি হয়নি ২৪ বছর বয়সী বৃজেন্দ্র সিংয়ের।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ফিরোজাবাদে নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় জমায়েত হয়েছিল বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভ সামলাতে গিয়ে হিমশিম খেয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভের মাঝে গুলি চলেছে বলে দাবি করেছিল তারা।
কিন্তু ঘটনার ১৫ ঘণ্টা পর পোশাক খুলে অবাক হলেন বৃজেন্দ্র। পোশাক খোলার সময় মানিব্যাগে একটি বুলেট ফেঁসে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে বৃজেন্দ্র ঘটনাটি এসএসপি ও সচিন্দ্র প্যাটেলকে জানান।
এদিন বিক্ষোভের সময় এসএসপির সঙ্গেই ডিউটি করছিলেন বৃজেন্দ্র। সেই সময় বিক্ষোভকারীদের দিক থেকে ছোড়া গুলি এসে লাগে তার গায়ে। বুলেট জ্যাকেট ভেদ করে গুলি লাগে বুকপকেটে থাকা মানিব্যাগে। কিন্তু মানিব্যাগে কয়েন থাকায় সে যাত্রায় বেঁচে যান তিনি।
শনিবার ফিরোজাবাদের বিক্ষোভে এসএসপি, এসপি সিটি, সিটি ম্যাজিস্ট্রেটসহ একাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। উত্তরপ্রদেশের ২১টি জেলায় শনিবার গভীর রাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল।